‘রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর আরও শুল্ক চাপানো হবে’, হুঁশিয়ারি ট্রাম্পের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সতর্ক করলেন ভারতকে—রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে আরও শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্প জানান, “আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। কিন্তু যদি তারা এটা চালিয়ে যায়, তাহলে তাদের আরও বেশি শুল্ক দিতে হবে।”
এর আগেও একই মন্তব্য করেছিলেন ট্রাম্প। তিনি দাবি করেছিলেন, মোদী তাঁকে ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন যে রাশিয়ার সঙ্গে ভারতের তেল আমদানি চুক্তি স্থগিত করা হবে।” তবে নয়াদিল্লির তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, এমন কোনো আশ্বাস প্রধানমন্ত্রী দেননি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রক জানায়, “রাশিয়া ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে ভারত তার জ্বালানি নীতিতে স্বাধীন সিদ্ধান্ত নেয়।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মূলত মার্কিন তেল বাজারে প্রতিযোগিতার চাপ সামাল দেওয়ার একটি রাজনৈতিক কৌশল। রাশিয়া থেকে তুলনামূলক সস্তায় তেল কিনে ভারত যে অর্থনৈতিক সুবিধা পাচ্ছে, তা আমেরিকার অস্বস্তির কারণ হয়ে উঠেছে। পাশাপাশি, রাশিয়াকেও অর্থনৈতিকভাবে চাপে ফেলতে চাইছে আমেরিকা।
প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলি রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে ভারত নিরপেক্ষ অবস্থান বজায় রেখে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। ফলে আন্তর্জাতিক চাপের মাঝেও ভারতের জ্বালানি নিরাপত্তা নীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত এখনো মেলেনি।


