Saturday, April 27, 2024
দেশ

দূষণজনিত কারণে মৃত্যুতে শীর্ষে ভারত

পরিবেশ দূষণের সবচাইতে মারাত্মক শিকার হচ্ছে ভারতের লোকজন। ভারতে ২০১৫ সালে দূষণের কারণে প্রায় ২৫ লাখ মানুষ মারা গেছে। যা বিশ্বে একটি রাষ্ট্রের ক্ষেত্রে সর্বোচ্চ।

বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণা থেকে এই তথ্য জানা গেছে। আর এই গবেষণাটি পরিচালনা করেছে চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেট কমিশন অন পলিউশন অ্যান্ড হেলথ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর বিশ্বে যুদ্ধ ও সহিংসতায় যত মানুষ মারা যায় তার চেয়ে বেশি মারা যায় পরিবেশ দূষণ তথা বায়ু আর জল দূষণের কারণে। ধূমপান, ক্ষুধা বা প্রাকৃতিক দুর্যোগেও অত লোক মারা যায় না।এমনকি এইডস, যক্ষা ও ম্যালিরিয়ার মত ভয়াবহ তিনটি রোগেও এত মানুষ মারা যায় না, যতটা মারা যায় পরিবেশ দূষণের কারণে।

প্রতিবেদনে বলা হয়, অপুষ্টি, মুটিয়ে যাওয়া, মাদকাসক্তি এবং অনিরাপদ যৌন মিলনের চেয়েও বায়ু দূষণ বেশি ঝুঁকিপূর্ণ। দূষিত বায়ুর শহরে বসবাসের কারণে হৃদযন্ত্রের বিভিন্ন রোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ, শ্বাস-প্রশ্বাসে সমস্য এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেন গবেষকরা।

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে নির্গত ক্ষুদ্র কণা, কল-কারখানা ও যানবাহনের কালো ধোঁয়া, কয়লাসহ বিভিন্ন ধরনের জ্বালানিকে বায়ু দূষণের জন্য দায়ী করা হয়েছে। তবে বায়ু দূষণের জন্য দায়ী মূল উপাদানটি দেশভেদে ভিন্ন হয়ে থাকতে পারে বলে জানান গবেষকরা।

প্রতিবেদনে দেখা যায়, দূষণজনিত কারণে মারা যাওয়া মানুষদের শতকরা ৯২ শতাংশই মধ্য ও নিম্ন আয়ের দেশ এবং দ্রুত শিল্পায়ন ঘটছে যেমন ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ, মাদাগাস্কার এবং কেনিয়ার মতো দেশগুলোতে।

দূষণজনিত কারণে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুস ক্যান্সার ও সিওপিডি জাতীয় রোগে আক্রান্ত হয়ে এসব লোক মৃত্যু বরণ করেছেন।

ফিলিপ ল্যান্ডরিগ্যানের নেতৃত্বে ৪০ জন আন্তর্জাতিক বিজ্ঞানীকে নিয়ে পরিচালিত ওই গবেষণা থেকে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। তাঁরা ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের গ্লোবাল বার্ডেন অব ডিজিজ শীর্ষক সমীক্ষা থেকে তথ্য-উপাত্ত নিয়েছেন।

গত বৃহস্পতিবার প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, ২০১৫ সালে বিশ্বে প্রতি ছয়জনের একজন মারা গিয়েছে পরিবেশ দূষণের কারণে। সবমিয়ে পরিবেশ দূষণে মৃতের সংখ্যা ৯০ লাখ। বিশ্বের সবচাইতে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর অবস্থান এশিয়া ও আফ্রিকায়।

এদের মধ্যে আবার ভারতের অবস্থা সবচাইতে খারাপ। সঙ্গত কারণে দেশটি রয়েছে দূষণ তালিকার শীর্ষে। ভারতে ২০১৫ সালে প্রতি চারজনের একজনের মৃত্যু হয়েছে পরিবেশ দূষণের কারণে। বায়ু ও পানি দূষণের কারণে ওই বছর দেশটিতে সবমিলিয়ে মারা গেছে প্রায় ২৫ লাখ মানুষ ।

এ ধরনের মৃত্যুর দিকে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। দেশটিতে প্রতি পঁচজনের একজন মারা গেছে দূষণের কারণে। এই দূষণজনিত কারণে ওই বছর সেখানে মারা গেছে মোট ১৮ লাখ মানুষ।