Monday, May 27, 2024
দেশ

তামিলনাড়ুতে বাস ডিপো ধসে নিহত ৮

নাগাপত্তিনাম: তামিলনাড়ুতে বাস ডিপো ধসে ৮ পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় ট্রান্সপোর্ট করপোরেশনের (টিএনএসটিসি) নাগাপত্তিনাম জেলার পোরায়ার অফিসটি ধসে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

১৯৫২ সালে নির্মিত দ্বিতল অফিসটিতে রাতে শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ভবন ধসে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে সাতজন তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের বাস কন্ডাক্টর এবং একজন বাস চালক। এছাড়াও হাসপাতালে নেওয়ার পরে মৃত্যু হয় আরও একজনের।

নিহতরা হলেন মুনিয়াপ্পন, চন্দ্রশেখর, প্রভাকর, রামলিঙ্গম, মনিভন্নন, ধনপাল, অনবরসন ও বালু। বাকী আহতরা হলেন ভেঙ্কটেসন, সেন্তিল ও প্রেমকুমার। এদের ৩ জনকে নাগাপট্টিনমের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, এই এলাকায় গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে পুরনো বাড়ি দুর্বল হয়েই দুর্ঘটনা ঘটেছে।

মুখ্যমন্ত্রী এদাপাড্ডি পালানিসামি নিহতদের পরিবারকে সাড়ে সাত লাখ রুপি ও গুরুতর আহতদের চিকিৎসার্থে দেড় লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় আহত বাকিদের ৫০ হাজার রুপি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।