Tuesday, April 23, 2024
আন্তর্জাতিক

চীনকে পিছনে ফেলে অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী ভারত

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের করা রিপোর্ট অনুযায়ী, অর্থনৈতিক দিক দিয়ে ভারত ক্রমশই চীনকে পিছনে ফেলে দিচ্ছে। সমীক্ষায় বলা হয়েছে, ২০২৫ সালে ভারতের অর্থনীতি চীনকে পিছনে ফেলে তালিকায় শীর্ষে জায়গা করে নেবে ভারত ৷

গবেষণাপত্র বলছে, প্রতি বছর ৭.৭ শতাংশ হারে আর্থিক বৃদ্ধি ঘটলে খুব দ্রুত চীনকে পিছনে ফেলে দেবে ভারত। এবং আগামী কয়েক দশক ভারত অর্থনৈতিক দিক দিয়ে শীর্ষস্থানে ধরে রাখতে পারবে।

এই প্রতিবেদনে বলা হয়, ভারতের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশটির মানবসম্পদের ভূমিকা অনেক বেশি। তাছাড়া আধুনিক পরিকাঠামো গড়া, কৃষি, শিল্প, প্রযুক্তি, পরিবহণ ও ইলেকট্রনিকস প্রভৃতি ক্ষেত্রে ভারত বাড়তি মনোনিবেশ করছে। যার ফলে বিশ্বের প্রতিকূল অর্থনৈতিক অবস্থা সত্ত্বেও ভারত বার্ষিক প্রবৃদ্ধির হার ৭.৭ শতাংশে ধরে রাখতে সক্ষম হয়েছে। ভারত ছাড়াও ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম অর্থনৈতিক দিক দিয়ে দ্রুত এগিয়ে চলেছে।

বিশেষজ্ঞদের মতে, ভারতের এই প্রবৃদ্ধির হার অব্যাহত রাখতে ভারতের যেটা করা দরকার সেটা হলো, নিজস্ব অর্থনীতিকে আরও সুসংহত করা। তাহলেই দ্রুত এগিয়ে যাবে মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ ৷

সূত্র- পিটিআই