Thursday, April 25, 2024
দেশ

কাশ্মীরে জঙ্গিদের হামলায় ছয়জন নারী সহ সাতজন হিন্দু তীর্থযাত্রী নিহত

ভারত শাসিত কাশ্মীরে জঙ্গিদের হামলায় ছয়জন নারী সহ সাতজন হিন্দু তীর্থযাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৯ জন।কাশ্মীরের অনন্তনাগ জেলার অমরনাথ তীর্থকেন্দ্র থেকে তীর্থ যাত্রীবাহী বাসটি যখন ফিরে আসতে ছিল তখন আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে এ  জঙ্গি হামলা হয়। ঘটনার শিকার এক যাত্রী বলেন, ‘বাসের উভয় দিক থেকে অতর্কিত হামলা  শুরু হয়’। তখন বেশিরভাগ সবাই ঘুমাচ্ছিল বিধায় হামলাকারী কতজন তা সঠিকভাবে বলতে পারেন নি। বাসের মালিক হর্ষ দেশাই বলেন , ” আমি বাসের সামনে পাঁচ-ছয়জন বন্দুকধারীকে দেখেছি। তারা নির্বিচারে গুলি চালিয়েছে এবং বাস লক্ষ্য করে পাথর ছুঁড়েছে”। কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আহতদের দেখতে অনন্তনাগ হাসপাতালে যান। গিয়ে তিনি সাংবাদিকদের বলেন,’এটা (হামলা) আমাদের মূল্যবোধ ও ঐতিহ্যের ওপর আঘাত’। অপরাধীরা একচুলও ছাড় পাবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘শান্তিপূর্ণ জম্মু-কাশ্মীরে পুণ্যার্থীদের ওপর কাপুরুষোচিত হামলার ঘটনা সত্যিই দুঃখজনক। এমন কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে বলেন তিনি। অনেকের মতে এ হামলা কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সৃষ্টি । তবে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি গিলানি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এটাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছেন। কাশ্মীরের সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়্যবাও এ হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘কাশ্মীরের শান্তিপূর্ণ আন্দোলনকে কলুষিত করতেই এ হামলা।’