Saturday, July 27, 2024
দেশ

আগামী দুই বছরে ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে ভারত

নয়াদিল্লি: ২০১৯ ও ২০২০ সালে বৈশ্বিক অর্থনীতি দুর্বল হয়ে পড়লেও ভারত বাৎসরিক ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির হার অর্জন করবে। বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনৈতিক রেটিং এজেন্সি মুডিস তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক রেটিং সংস্থাটি জানিয়েছে, আমরা আশা করছি ভারত এই দুই বছর ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির হার ধরে রাখবে। এই তালিকায় দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়াও রয়েছে।

বৈশ্বিক বাজার ব্যবস্থার ওপর ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির নির্ভরশীলতা কমে আসা সহ স্থানীয় অর্থনীতির শক্তিশালী চাহিদা ভারতকে এই ক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের চাইতে বাড়তি সুবিধা দিচ্ছে বলে জানিয়েছে মুডিস।

মুডিস জানিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে সরকার জনকল্যাণমূলক সেবার উন্নয়ন এবং অবকাঠামো নির্মাণে কেন্দ্রীয় সরকার যে বরাদ্দ বৃদ্ধি করছে তা দেশের ভোক্তা চাহিদা বৃদ্ধি করবে। এই ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চলতি বছরের তুলনামূলক শিথিলনীতি সহায়ক ভূমিকা পালন করবে।