Thursday, April 25, 2024
দেশ

দেশীয় ‘আকাশ’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতের

বালাসোর: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি শব্দের চেয়ে দ্রুতগতির স্বল্পপাল্লার ভূমি থেকে বায়ু (স্যাম) ‘আকাশ’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত।

প্রতিরক্ষা সূত্রে খবর, আকাশের সঙ্গেই ভারত ‘ভূমি থেকে বায়ু’ যে কোনও ধরনের ক্ষেপণাস্ত্র নির্মাণে সক্ষমতার পরিচয় দিল।

মঙ্গলবার ওড়িশার উপকূলবর্তী চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) তৃতীয় লঞ্চ কমপ্লেক্স থেকে উৎক্ষেপণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রের খবর, এদিন প্রথমে চালকবিহীন বিমান ‘বংশী’-কে শত্রু-লক্ষ্যবস্তু হিসেবে আকাশে ওড়ানো হয়। এরপর ‘আকাশ’ গিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

জানা গিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিআরডিও)-র তৈরি এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ২৫ কিলোমিটার। ৫৫ কেজি পর্যন্ত অস্ত্রবহণে বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।

বিজ্ঞানীদের দাবি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তৈরি এই মিসাইলটি আকাশপথের যে কোনও হামলা (যুদ্ধবিমান, ক্রজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল) রুখে দিতে সক্ষম।