Friday, March 21, 2025
Latestদেশ

টি-৭২ ট্যাঙ্কের শক্তি বাড়াতে রাশিয়ার সঙ্গে ২১,১৬১ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি ভারতের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারত ও রাশিয়ার মধ্যে ২১,১৬১ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে টি-৭২ যুদ্ধ ট্যাঙ্কের শক্তি আরও বৃদ্ধি পাবে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। রাশিয়ার অস্ত্র রফতানিকারক সংস্থা রোসোবারোনএক্সপোর্টের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ভারত ১,০০০ হর্স পাওয়ারের ইঞ্জিন পাবে, যা পুরোনো ৭৮০ হর্স পাওয়ারের ইঞ্জিনের পরিবর্তে ব্যবহার করা হবে।

টি-৭২ ট্যাঙ্ক: ভারতীয় সেনার অন্যতম প্রধান অস্ত্র

১৯৭০-এর দশকে ভারতীয় সেনাবাহিনীতে টি-৭২ যুদ্ধ ট্যাঙ্ক যুক্ত হয়। বর্তমানে ভারতের কাছে প্রায় ২,৫০০ টি-৭২ ট্যাঙ্ক রয়েছে, যা ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান যুদ্ধ সরঞ্জাম। এই চুক্তির মাধ্যমে টি-৭২ ট্যাঙ্কগুলোর ইঞ্জিন শক্তিশালী করা হবে, যা যুদ্ধক্ষেত্রে ভারতের সক্ষমতা আরও বাড়াবে।

ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ ও প্রযুক্তি স্থানান্তর

এই চুক্তির আওতায় রাশিয়া ভারতকে প্রযুক্তি হস্তান্তর করবে, যা ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা আর্মার্ড ভেহিক্যালস নিগম লিমিটেড (AVNL) পরিচালনা করবে। চেন্নাইয়ের আভাদিতে অবস্থিত হেভি ভেহিক্যাল ফ্যাক্টরিতে এই ইঞ্জিনগুলো দেশীয়ভাবে উৎপাদন করা হবে। এতে মেক ইন ইন্ডিয়া কর্মসূচি আরও গতি পাবে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতা আরও বৃদ্ধি পাবে।

ভারতের প্রতিরক্ষা রফতানি ও ভবিষ্যৎ পরিকল্পনা

সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, দেশ যুদ্ধ সরঞ্জাম রফতানির ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

১০ বছর আগে ভারতের রফতানির পরিমাণ ছিল ৬০০ কোটি টাকা।

বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২১,০০০ কোটি টাকা।

২০২৯-৩০ সালের মধ্যে ৫০,০০০ কোটি টাকার যুদ্ধ সরঞ্জাম রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

২০২৪-২০২৯ সালের মধ্যে ভারতের প্রতিরক্ষা খাত প্রতি বছর ২০% হারে বৃদ্ধি পাবে।

এই সময়ের মধ্যে অস্ত্র, গোলাবারুদ, মহাকাশ প্রযুক্তি, ইলেকট্রনিক্স ও নৌ প্রযুক্তিতে উল্লেখযোগ্য উন্নতি আসবে বলে মনে করা হচ্ছে।

চুক্তির ভূরাজনৈতিক প্রভাব

বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের এই প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির ফলে প্রতিবেশী দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়বে। বিশেষ করে চীন, পাকিস্তান ও বাংলাদেশ ভারতের এই সামরিক উন্নয়নকে সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে।

ভারতের অর্থনীতি ও কূটনীতিতেও ইতিবাচক প্রভাব

ভারত-রাশিয়া এই প্রতিরক্ষা চুক্তি ভারতের সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত স্বনির্ভরতা নিশ্চিত করবে। এটি শুধু প্রতিরক্ষা ক্ষেত্রেই নয়, বরং ভারতের অর্থনীতি ও কূটনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতে ভারত নিজেই আরও উন্নত যুদ্ধ সরঞ্জাম তৈরি ও রফতানি করতে সক্ষম হবে।