Saturday, July 27, 2024
দেশ

মহাকাশেও সুপারপাওয়ার ভারত, সফল ভারতের ‘মিশন শক্তি’

নয়াদিল্লি: মহাকাশ গবেষণায় ভারতের আজ বড় গর্বের দিন। মহাকাশ শক্তিতে বিশ্বে ভারত এখন চতুর্থ দেশ। সফলভাবে অ্যান্টি-স্যাটালাইট অস্ত্র A-SAT-এর পরীক্ষা করল ভারত। আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারতই চতুর্থ রাষ্ট্র যাদের অ্যান্টি-স্যাটালাইট মিসাইল রয়েছে।

৩ মিনিটেই ভারতের তৈরি এই A-SAT মিসাইল ধ্বংস করে অব্যবহৃত একটি স্যাটেলাইটকে। বুধবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, বেলা পৌনে ১২ টা থেকে ১২ টার মধ্যে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। খুব গুরুত্বপূর্ণ বার্তা দেবেন দেশবাসীকে। তিনি কী বলেন, তা জানতে উদ্বিগ্ন ছিল গোটা দেশ। নির্ধারিত সময়ের কিছু পরে, ঠিক বেলা ১২ টা ২৫ মিনিট নাগাদ তিনি বক্তব্য রাখতে শুরু করেন।

মোদী বলেন, এখন ভারত মহাকাশেও সুপারপাওয়ার। মিশন শক্তির জন্য আমি DRDO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানাচ্ছি। দেশের নিরাপত্তা ও প্রযুক্তিগত সাফল্যের ক্ষেত্রে অ্যান্টি-স্যাটালাইট একটা মাইলফলক। কোনও দেশের বিরুদ্ধে এই সাফল্য নয়। দেশের স্বপ্নের রক্ষাকবচ দিতে মিশন শক্তি একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই মিশন ভারতকে আরও সুরক্ষিত দেশ হিসেবে তুলে ধরবে।