Sunday, March 16, 2025
দেশ

‘প্রধানমন্ত্রীকে বিশ্ব নাট্যদিবসের শুভেচ্ছা’, মোদীর ভাষণের পর কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি: মহাকাশ গবেষণায় ভারতের আজ বড় গর্বের দিন। মহাকাশ শক্তিতে বিশ্বে এখন ভারত চতুর্থ দেশ। অ্যান্টি স্যাটেলাইট মিসাইল দিয়ে মহাকাশে একটি অব্যবহৃত লো অরবিট স্যাটেলাইট ধ্বংস করল ভারত। এই মিশনের নাম, মিশন শক্তি।

আমেরিকা, রাশিয়া, চিনের পরেই মহাকাশ শক্তিতে এখন ভারতের স্থান। ৩ মিনিটেই ভারতের তৈরি A-SAT মিসাইল ধ্বংস করে দিল অব্যবহৃত একটি স্যাটেলাইটকে। আজ বেলা ১২ টা ২৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা দেন। তিনি বলেন, এখন ভারত মহাকাশেও সুপারপাওয়ার।

এর পরেই মোদীর সমালোচনার সরব হয় বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মোদীর বিরুদ্ধে সমালোচনায় সরব হন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। মোদীকে এদিন কটাক্ষ করে রাহুল তাঁকে বিশ্ব নাট্য দিবসের শুভেচ্ছা জানান। টুইট করে একদিকে যেমন তিনি DRDO-কে শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই অন্যদিকে তির্যক মন্তব্যে বিঁধেছেন প্রধানমন্ত্রীকে।