Thursday, April 18, 2024
দেশ

সম্পদের হিসেবে বিশ্বে প্রথম যুক্তরাষ্ট্র, ষষ্ঠ স্থানে ভারত

নয়াদিল্লি: বিশ্বে মোট সম্পদের হিসেবে প্রথম স্থানে যুক্তরাষ্ট্র এবং ষষ্ঠ স্থান দখল করেছে ভারত। নিউ ওয়ার্ল্ড ওয়েলথ নামের একটি প্রতিষ্ঠান এক সমীক্ষায় এই তথ্য জানিয়েছে। দ্বিতীয় স্থানে আছে চিন। এবং তৃতীয় স্থানে আছে জাপান।

সমীক্ষায় বলা হয়েছে, ২০১৭ সালের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট সম্পদের পরিমাণ ৬৪ কোটি ৪৮ লাখ ৪০০ কোটি ডলার। চিনের সম্পদ আছে ২৪ লাখ ৮০ হাজার ৩০০ কোটি ডলার। এবং তৃতীয় স্থানে থাকা জাপানের সম্পদের পরিমাণ ১৯ লাখ ৫২ হাজার ২০০ কোটি ডলার। ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ষষ্ঠ স্থান দখল করেছে ভারত। ভারতের মোট সম্পদ ৮ লাখ ২৩ হাজার কোটি ডলারের। চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যের সম্পদের পরিমাণ ৯ লাখ ৯১ হাজার ৯০০ কোটি ডলার এবং পঞ্চম স্থানে থাকা জার্মানির সম্পদের পরিমাণ ৯ লাখ ৬৬ হাজার কোটি ডলার।

এই সমীক্ষায় মোট সম্পদ বলতে সরকারি বা রাষ্ট্রীয় সম্পদের কথা বলা হয়নি। কোনো দেশের নাগরিকদের নিজস্ব মালিকানায় যে পরিমাণ সম্পদ রয়েছে, তার যোগফলকেই মোট সম্পদ হিসেবে ধরা হয়েছে।