Sunday, May 19, 2024
আন্তর্জাতিক

পাকিস্তানের ইতিহাসে প্রথমবার নির্বাচনে লড়বেন কোনো হিন্দু মহিলা প্রার্থী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার নির্বাচনে লড়াই করতে চলেছেন কোনো হিন্দু মহিলা প্রার্থী। ডঃ সভীরা প্রকাশ গত ২৩ ডিসেম্বর আসন্ন সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে লড়াইয়ের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৩৫ বছর বয়সী সভীরা। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলার পিকে-২৫ সাধারণ আসনের থেকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। 

সভীরার বাবা ওম প্রকাশ একজন অবসরপ্রাপ্ত ডাক্তার। তিনি গত ৩৫ বছর ধরে দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। 

সভীরা অ্যাবোটাবাদ মেডিকেল কলেজ থেকে ২০২২ সালে স্নাতক হয়েছেন। পাশাপাশি, পিপিপির মহিলা শাখার সদস্যাও ছিলেন। জয়ের ব্যাপারে আশাবাদী সভীরা। তাঁর কথায়, ‘মানুষের সেবা করা আমার রক্তে রয়েছে।’

সভীরা তিনি মহিলাদের জন্য কাজ করতে চান। মহিলাদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং তাদের অধিকারের পক্ষে জোর দেবেন। তাঁর মতে, বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে নারীরা ধারাবাহিকভাবে ‘নিপীড়িত ও উপেক্ষিত’।