ভারতে থাকতে হলে ‘ভারত মাতা কি জয়’ বলতেই হবে: কেন্দ্রীয় মন্ত্রী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার RSS সুরেই হুঙ্কার দিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধুরী (Kailash Choudhary)। সাফ জানালেন, ‘ভারতে বসবাস করতে চাইলে অবশ্যই তাকে ‘ভারত মাতা কি জয়’ বলতেই হবে।’ তার এহেন মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে তাকে সমর্থন করেছেন আবার অনেকে তার মতের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।
কেন্দ্রীয় কৃষি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কৈলাস চৌধুরী বলেন, ‘যারা ভারতকে ইন্ডিয়া বলেন, তারা ভারত মাতা কি জয় বলতে চান না। ভারতে বসবাস করে আপনারা কি পাকিস্তান জিন্দাবাদ বলবেন? যারা বন্দে মাতরম এবং ভারত মাতা কি জয় বলবে, তাদেরই কেবল দেশের মাটিতে জায়গা হবে।’
তিনি আরও বলেন, ‘যারা ভারত মাতা কি জয় বলে না, হিন্দুস্থান ও ভারতে বিশ্বাস না রেখে পাকিস্তান জিন্দাবাদে বিশ্বাস রাখে, তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত। ভারতের তাদের কোনও প্রয়োজন নেই। দেশের স্বার্থেই এই অঞ্চলে জাতীয়তাবাদী চিন্তার বিকাশ ঘটানো উচিত।’
If you want to live in India, you have to say ‘Bharat Mata ki Jai’: Union Minister Kailash Choudhary at BJP event in Hyderabad
— Press Trust of India (@PTI_News) October 14, 2023