বাংলাদেশের শ্রীমঙ্গলে ৬ দিন আগেই নব দুর্গা পুজো শুরু
সংগ্রাম দত্ত: বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ইছামতি চা-বাগানে শ্রী শ্রী মঙ্গলচন্ডী সেবাশ্রমে নব দুর্গা মন্দিরে শুরু হয়ে গেছে আগাম দুর্গা পুজো।
শ্রীমঙ্গলে শ্রী শ্রী নবদুর্গা পুজো-২০২৩খ্রি. ১৩ তম আয়োজনে ইছামতি চা বাগানে শ্রী শ্রী মঙ্গলচন্ডী সেবাশ্রম নবরূপে নব দুর্গা আজ ২৭ শে আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ ১৫ই অক্টোবর ২০২৩ রোজ রবিবার হইতে আগামী ২৪ শেষ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত ৯ দিন ব্যাপী শ্রী শ্রী নবরূপে নবদুর্গা পুজো শুরু হয়েছে।