Monday, May 27, 2024
রাজ্য​

বিজেপিতে যোগ দিতে মুকুলের সঙ্গে নয়, মোদীর সঙ্গে দেখা করব: অধীর

বহরমপুর: বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে নৈশভোজের কথা রটিয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করতে চাইছে তৃণমূল, রবিবার এমন অভিযোগই করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীরবাবুর দাবি, মুর্শিদাবাদের সংখ্যালঘুদের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার চালাচ্ছে রাজ্যের শাসক দল।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায়, একটি নৈশভোজে উপস্থিত রয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও বিজেপি নেতা মুকুল রায়। এরপরই অধীর চৌধুরী বিজেপিতে যোগ দিচ্ছেন বলে গুজব ছড়াতে থাকে।

রবিবার তারই জবাব দিতে অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক ডাকেন। সেখানে তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এগুলো সব গল্প। তৃণমূলের তরফে পরিকল্পিতভাবে এগুলো আমার বিরুদ্ধে ছড়ানো হচ্ছে।

তাহলের মুকুলের সঙ্গে কথা হয়নি? অধীর বলেন, মুকুলের সঙ্গে খামোখা দেখা করব কেন? আমি চারবারের সাংসদ। আমার পরিচিতি রয়েছে। দেখা করার হলে বিজেপি সভাপতি অমিত শাহ, নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে করব।