Thursday, December 12, 2024
দেশ

ICSE দশম, ISC দ্বাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশিত হল, পাশের হার ৯৯.৯৮ & ৯৯.৭৬ শতাংশ

নয়াদিল্লি: অতিমারি পরিস্থিতির জেরে আইসিএসই দশম এবং আএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। অন্তর্বর্তী মূল্যায়ন পদ্ধতি মেনে শনিবার পরীক্ষার রেজাল্ট প্রকাশ করলো সিআইএসসিই (কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্‌জামিনেশন)।

রেজাল্ট প্রকাশের পর দেখা গিয়েছে, আইসিএসই দশম শ্রেণির পরীক্ষায় ৯৯.৯৮ শতাংশ পাশের হার এবং আইএসসি দ্বাদশের পরীক্ষায় ৯৯.৭৬ শতাংশ পাশের হার। ১০০ শতাংশ পাশের হার দিল্লির এনসিআর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন) এলাকায়।

শনিবার দুপুর ৩ টে থেকে কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট cisce.org বা results.cisce.org এ গিয়ে রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা।

রেজাল্ট দেখার বিকল্প ওয়েবসাইটে:

www.careers.cisce.org
www.examresults.net
www.indiaresults.com

অন্তর্বর্তী মূল্যায়ন পদ্ধতির কারণে এবছর কোনও মেধা তালিকা প্রকাশ করিনি সিআইএসসিই। পড়ুয়ারা যদি নিজেদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হন তাহলে তাঁরা করোনা পরিস্থিতি ঠিক হলে পরীক্ষায় বসতে পারবেন।