Tuesday, April 23, 2024
খেলা

অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীর্ঘ ১৫ মাস পরে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে এক নম্বরে ভারত। সম্প্রতি বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়লাভ করেছে ভারত। সেই সুবাদেই অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে শীর্ষে ভারত।

উল্লেখ্য, আগামী মাসেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। তার আগে এই সুখবর অনেকটাই অক্সিজেন জোগাবে ভারতকে।

তবে শুধু টেস্ট ক্রিকেটে নয়, টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও বিশ্বের এক নম্বর দল ভারত।