কর্ণাটকে নির্বাচনী প্রচারে ‘বজরং বলি কি জয়’ স্লোগান মোদীর, কংগ্রেসকে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী?
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা ভোট। তার আগে সব দল জোরকদমে প্রচারে নেমেছে। মঙ্গলবার কংগ্রেস নির্বাচনী ইস্তাহারে জানিয়েছে, কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় এলে বজরং দলকে নিষিদ্ধ করা হবে। এ বিষয়ে ইতিমধ্যেই কংগ্রেসকে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কংগ্রেসকে বিঁধে মোদী বলেছেন, “এতদিন জানতাম ওদের সমস্যা শুধু প্রভু রামকে নিয়ে। এখন দেখছি, যারা জয় বজরংবলি বলে তাঁদেরও সহ্য করতে পারছে না ওরা। বজরংবলিকে বন্দি করতে চাইছে ওরা।”
এবার কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ‘বজরং বলি কি জয়’ বলে স্লোগান তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় জনসভায় উপস্থিত জনতা সহোৎসাহে চিৎকার করে ওঠেন।
बजरंग बली की जय! pic.twitter.com/Dc3UMROCOZ
— Piyush Goyal (@PiyushGoyal) May 3, 2023
কংগ্রেস ক্ষমতায় এলে বজরং দলকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। আর নরেন্দ্র মোদী ‘বজরং বলি কি জয়’ স্লোগান দিয়ে বজরং দলের পাশে থাকার বার্তা দিলেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।