কাশ্মীরে ফের সংঘর্ষ, শহিদ ৪ সেনা জওয়ান
শ্রীনগর: জম্মু-কাশ্মীরের হিন্দওয়ারাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষের ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ সিআরপিএফ এবং ২ পুলিশ কর্মী। প্রাণ হারিয়েছেন সাধারন এক বাসিন্দারও। এখনও পর্যন্ত সংঘর্ষ চলছে বলে জানা গিয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।
হিন্দওয়ারা একটি বাড়িতে বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে আছে এমন খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেনাদের উপস্থিতি টের পেয়ে অতর্কিতে গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে পাল্টা আক্রমণ চালায় সেনা জওয়ানরা। গুলির লড়াইয়ে শহিদ হন ৪ সেনা জওয়ান।
এখন পর্যন্ত সংঘর্ষ চলছে। পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, শনিবার পুঞ্চে নিহত হয় একই পরিবারের পাঁচ জন।
উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানে ধরা পড়ার পর থেকেই শান্তির বার্তা দিয়ে এসেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু সীমান্তে পাক আগ্রাসন আরও বেড়েছে। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলা বর্ষণ চালিয়ে গিয়েছে পাক সেনা।