Monday, January 13, 2025
দেশ

প্রচণ্ড মানসিক নির্যাতন করেছে পাকিস্থানি সেনারা: অভিনন্দন

নয়াদিল্লি: উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে অসহনীয় মানসিক অত্যাচার করেছে পাকিস্তানি সেনারা। দেশে ফেরার পর এমনটি জানিয়েছেন অভিনন্দন। তবে তাঁকে কোন ধরণের শারীরিক নির্যাতন করা হয়নি বলে জানা গেছে।

গত ২৭ ফেব্রুয়ারি পাক সেনার হাতে আটক হয়েছিলেন ৩৫ বছর বয়সী অভিনন্দন। দীর্ঘ ৫৮ ঘণ্টা ছিলেন পাকিস্তানের হেফাজতে। প্রায় পুরো সময় জুড়ে অভিনন্দনের ওপর প্রচণ্ড মানসিক নির্যাতন করা হয়েছে বলে খবর। তবে তাঁর সঙ্গে ঠিক কি ব্যবহার করা হয়েছে জানা যায়নি।

শুক্রবার ওয়াঘা সীমান্তে অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান। অভিনন্দনকে স্বাগত জানায় গোটা দেশ। হাসপাতালে এখন অভিনন্দনের অনেক ধরনের শারীরিক পরীক্ষা করা হচ্ছে। বলা হচ্ছে, ‘কুলিং ডাউন’ প্রক্রিয়া।

বিমানবাহিনীর একটি সামরিক হাসপাতালে রাখা হয়েছে তাঁকে। এরপর শুরু হবে ‘ডিব্রিফিং সেশন’। এর মধ্য দিয়ে অভিনন্দনের কাছ থেকে পুরো ঘটনার সব বিবরণ শুনবেন সেনা কর্মকর্তারা।