Thursday, May 9, 2024
দেশ

গান স্যালুটে শেষ শ্রদ্ধা অমিতাভ মালিককে

কলকাতা: দীপাবলিতে আগামী সোমবার বাড়ি ফেরার কথা ছিল। তবে দীপাবলির আগেই শহরে ফিরলেন। আজই। অন্যভাবে। কফিনবন্দী হয়ে। দুপুরে শিলিগুড়ি থেকে দমদম বিমানবন্দরে নিয়ে আসা হয় নিহত অমিতাভ মালিকের নিথর দেহ। সেখানে গানস্যালুট শেষ শ্রদ্ধা জানানো হয়। ঘরের ছেলের অপেক্ষায় শোকস্তব্ধ পরিবার, পাড়া-প্রতিবেশী৷ বিমানবন্দরে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ও জ্যোতিপ্রিয় মল্লিক।

শহিদ অমিতাভকে মধ্যমগ্রামের শরৎপল্লির বাড়ির কাছেই স্থানীয় একটি ক্লাবের মাঠে রাজ্য পুলিশের তরফে দেওয়া হয় গান স্যালুট৷ পরে, সেখান থেকেই নিমতলা শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে নিহত এসআই-এর দেহ৷

পড়াশোনায় মেধাবি ছাত্র ছিলেন অমিতাভ। স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করার। জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষায় ভালো ফল করেও দারিদ্রতার কারনে ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারেননি। ২০১৫ সালে যোগ দেন রাজ্য পুলিশ বাহিনীতে। শুক্রবার দার্জিলিঙে গুরুং বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালীন তাদের ছোঁড়া বুলেটে প্রাণ হারান সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক।