Friday, March 29, 2024
দেশ

ভারতে শিল্প সম্ভাবনায় শীর্ষস্থানে গুজরাট সবার পিছনে পশ্চিমবঙ্গ

শিল্প সম্ভাবনায় কোন রাজ্য কতটা এগিয়ে এবং কোন রাজ্য কতটা  পিছিয়ে সেটা নিয়ে সমীক্ষা চালিয়েছিল National Council of Applied Economic Research (NCAER) নামে একটি আর্থিক সংস্থা। শ্রমিক, পরিকাঠামো, আর্থিক পরিবেশ, প্রশাসন, রাজনৈতিক স্থিরতা, জমি ও ভাবমূর্তির ভিত্তিতে তারা এ সমীক্ষায় চালায়।

সমীক্ষায় সবার পিছনে রয়েছে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গ। অন্যদিকে তালিকার শীর্ষস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট। তারপরে রয়েছে দিল্লি, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা ও তেলেঙ্গানা।

উল্লেখ্য বিগতবছরেও শীর্ষস্থানে ছিল গুজরাট ও দিল্লি। এবার নতুন করে হরিয়ানা ও তেলেঙ্গানা সেরা পাঁচে জায়গা করে নিয়েছে। সমীক্ষায় বিহার, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গ একেবারে সবার শেষে।