Wednesday, April 24, 2024
দেশ

প্রকাশ্যে রাস্তায় মন্ত্রীর প্রস্রাব করার ছবি ভাইরাল!

জয়পুর: নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত’-এর বার্তা নিয়ে দেশ জুড়ে প্রচারাভিযান চালাচ্ছে বিজেপি। আর এরইমধ্যে জয়পুরে রাস্তার পাশেই প্রকাশ্যে প্রস্রাব করতে দেখা গেলো রাজস্থানের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী কালীচরণ সরাফকে। তাঁর এই কীর্তির ছবি ক্যামেরাবন্দি হয়ে এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রীর এমন কাজের সমালোচনায় করেছেন অনেকেই।

ছবিটি সামনে আসার পর অবশ্য মন্ত্রী কালীচরণ জানান, এটা কোনো বড় ইস্যু নয়।

এই ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা করেছেন রাজ্য কংগ্রেসের সহ-সভাপতি অর্চনা শর্মা। তিনি বলেন, ‘যখন স্বচ্ছ ভারত অভিযানে প্রচুর অর্থ ব্যয় করা হচ্ছে, সেই সময়ে নেতাদের এই সব জঘন্য কাজের ফলে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছবে।’

রাস্তায় প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানা করার নিয়ম চালু রয়েছে রাজস্থানে। তারপরও মন্ত্রী এই কাজ করেছেন। ঢোলপুর উপ-নির্বাচনের সময়েও তাকে প্রকাশ্যে প্রস্রাব করতে দেখা যায়। এর আগে প্রকাশ্যে প্রস্রাব করার ছবি ভাইরাল হওয়ার পর তোপের মুখে পড়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিং। ঘটনার পর অবশ্য রাধামোহন নিজের ভুল স্বীকার করেন।