Saturday, July 27, 2024
দেশ

বায়ুসেনা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে, হামলার সব প্রমাণ রয়েছে: বায়ুসেনা প্রধান

কোয়েম্বাটুর: পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকে কত জন জঙ্গি মারা গিয়েছে ? কোথায় হামলা হয়েছে ? সেই প্রশ্ন তুলে যখন বিরোধীরা খোঁচা দিচ্ছে মোদী সরকারকে, তখন মৃতের সংখ্যা নিয়ে ভারতীয় বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া বললেন, জঙ্গলে বোমা ফেলতে যায়নি বায়ুসেনা। নির্দিষ্ট লক্ষ্যেই আঘাত করা হয়েছে। নিহতের সংখ্যা গোনা বায়ুসেনার কাজ নয়। ওটা সরকারের কাজ।

সোমবার বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিএস ধানোয়া। বিরোধীদের অনেকেই বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। এ প্রসঙ্গে এয়ার চিফ মার্শাল বলেন, আঘাত এলে প্রত্যাঘাত হবে। এয়ার স্ট্রাইক না হলে পাল্টা হামলা কেন করল পাকিস্তান? বালাকোট হামলার সব প্রমাণ রয়েছে। সরকার চাইলেই প্রকাশ্যে আনা হবে।

প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি বালাকোটে জইশ-ই-মহম্মদের জঙ্গি শিবির বিমান গুঁড়িয়ে দিয়েছিল ভারত। বিমান হানায় ৩০০ জঙ্গি খতম হয়েছে বলে খবর। জইশ প্রধান মাসুদ আজহারের ছোট ভাই অমর হামলার কথা স্বীকার করে বলেছেন, জইশ প্রশিক্ষকদের পাশাপাশি আইএসআই কলোনেল সালিম কোয়ারি এবং অস্ত্র বিশেষজ্ঞ মৌলানা ময়েনেরও মৃত্যু হয়েছে ভারতীয় বায়ুসেনার বিমান হানায়।

জঙ্গি শিবির ধ্বংসের কথা স্বীকার করার পাশাপাশি ভারতীয় বায়ুসেনার কম্যান্ডার অভিনন্দর বর্তমানকে ছেড়ে দেওয়ার প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নিন্দাও শোনা গেছে মৌলনা অমরের মুখে।