Monday, April 29, 2024
রাজ্য​

‘বিজেপি ফের ক্ষমতায় এলে সকালে চায়ের সঙ্গে গোমূত্র, দুপুরে গোবর খেতে বলবে’, নজিরবিহীন আক্রমণ মমতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: লোকসভা ভোট যত এগিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের ঝাঁজ তত তীব্র হচ্ছে। এবার বিজেপিকে নজিরবিহীন আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিজেপি মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। মানুষ কী খাবেন, সেটাও আগামীদিনে বিজেপি ঠিক করে দেবে। যেমন বিজেপি বলবে, সেরকমই খেতে হবে।’

সোমবার কোচবিহারের জনসভা থেকে মমতা দাবি করেন, ফের জিতলে বিজেপি সংশোধনী নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) এবং অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নেবে। এমনকি মানুষ কী খাবেন, সেটাও ঠিক করে দেবে বিজেপি।’ 

মমতা বলেন, ‘আপনি কী খাবেন সকালবেলায়। সেটাও বিজেপি লিখে দেবে। চা খাবেন? চায়ের সঙ্গে গোমূত্র খাও। আপনি কী খাবেন দুপুরবেলায়। সেটাও লিখে দেবে মোদী সরকার। কী খাবে, দুপুরবেলায় গোবরের সঙ্গে মিশিয়ে কিছু খাও। সন্ধ্যায় কী খাবেন, সেটাও ওরা ঠিক করে দেবে। রাতে আপনি কত ঘণ্টা ঘুমোবেন, সেটা বিজেপি ঠিক করে দেবে।’

মমতা আরও বলেন, ‘আপনারা দেখেছেন বিজেপির ইস্তাহারে কী বলেছে? আমার কথা অনেকে দেরিতে বোঝে। যখন আমি আগে বলি, তখন আমায় ভুল বোঝে। ভাবে আমি ঠিক বললাম কিনা। বলেছিলাম, মাছের মাথাটা হচ্ছে ক্যা (সংশোধিত নাগরিকত্ব আইন তথা CAA), আর লেজটা হচ্ছে এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি)। মধ্যিখানের পেটিটা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। বিজেপির ইস্তেহারে রেখেছে, কি রাখেনি?’