Monday, September 16, 2024
দেশ

রাহুল গান্ধীকে ইতালি ফিরে যেতে বললেন আমেঠির ক্ষুব্ধ কৃষকরা

আমেঠি: নিজের লোকসভা কেন্দ্র আমেঠিতেই এবার কৃষক বিক্ষোভের মুখে পড়লেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বুধবার নির্বাচনী প্রচারে আমেঠি যান কংগ্রেস সভাপতি। সেসময় গৌরীগঞ্জে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান সেখানকার ক্ষুব্ধ কৃষকরা। সঞ্জয় সিং নামে এক বিক্ষোভকারী সংবাদসংস্থাকে এএনআই-কে বলেন, আমরা রাহুল গান্ধীকে নিয়ে খুব হতাশ। তাঁর ইতালি চলে যাওয়া উচিৎ। ভারতে থাকাই উচিৎ নয় রাহুলের। উনি আমাদের জমি দখল করেছেন।

এদিন ক্ষুব্ধ কৃষকরা বিক্ষোভ দেখান সম্রাট সাইকেল ফ্যাক্টরির সামনে। আমেঠির সাংসদ থাকাকালীন ওই ফ্যাক্টরির উদ্বোধন করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ৮০’র দশকে কৌসর শিল্পতালুকে ৬৫.৬৭ একর জমি তুলে দেওয়া হয় জৈন ব্রাদার্সের হাতে। যদিও তাদের প্রকল্প ব্যর্থ হয়। এরপর ২০১৪ সালে ওই জমি নিলামে কিনে নেয় রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট।

উত্তরপ্রদেশের শিল্পোন্নয়ন নিগম অবশ্য পরে ওই নিলামকে বাতিল করে দেয়। গৌরীগঞ্জ মহকুমা আদালতের নির্দেশে জমির মালিকানাও শিল্পোন্নয়ন নিগমের হাতে চলে যায়। কিন্তু সেই জমির দখল এখনও নিতে পারেনি নিগম। তা এখনও রাজীব গান্ধী ফাউন্ডেশনের হাতে রয়েছে। সেই জমিই এবার ফেরানোর দাবিতে সরব হয়েছেন কৃষকরা।

এই ইস্যুতে আগেই মুখ খুলেছিল বিজেপি সরকার। দলের নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি রাহুল গান্ধী ও কংগ্রেসের বিরুদ্ধে কৃষকদের জমি দখলের অভিযোগ তুলেছিলেন। এবার সরাসরি রাহুল গান্ধীর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন কৃষকরা। যদিও এবিষয়ে মুখ খুলতে চাননি রাহুল গান্ধী। তিনি অবশ্য বরাবরই বলে এসেছেন, তাঁর দর কৃষকদের সাথে আছে। তাদের ঋণ মকুব করে দেওয়া হবে।