Saturday, September 23, 2023
আন্তর্জাতিক

মৃত্যুর পাঁচ বছর পর মেয়েকে জন্মদিনে ফুলের তোড়া পাঠালেন বাবা

২১ বছরের জন্মদিনে মৃত বাবার কাছ থেকে শেষবারের মত ফুলের তোড়া উপহার পেলেন যুক্তরাষ্ট্রের বেইলি সেলারস। বেইলি’র বয়স যখন ১৬ তখন তার বাবা মাইকেল উইলিয়াম সেলারস ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর আগে পরের পাঁচ বছরের জন্য মেয়ের জন্মদিনে একটি চিঠিসহ ফুলের তোড়া উপহার পাঠানোর ব্যবস্থা করে যান তিনি।

বাবার কাছ থেকে পাওয়া বেইলি’র শেষ উপহার

এরপর থেকে প্রতিবছর জন্মদিনে একটি চিঠিসহ ফুলের তোড়া পেয়ে আসছেন যুক্তরাষ্ট্রের টেনেসি’র নক্সভিলের বাসিন্দা বেইলি।

বেইলি’র ২১তম জন্মদিনে পাওয়া বাবার শেষ চিঠি

এবছর বেইলি’র ২১তম জন্মদিনে পাওয়া বাবার শেষ চিঠিতে লেখা ছিল, “তোমার প্রতিটি অর্জনে আমি সবসময় তোমার সাথে থাকবো। চারপাশে তাকালেই তুমি আমাকে দেখতে পাবে।”

“আবার আমাদের দেখা হওয়ার আগ পর্যন্ত এটিই তোমাকে পাঠানো আমার ভালবাসার শেষ স্মারক।”

বেইলির বাবার পাঠানো শেষ চিঠিটি নিয়ে করা টুইট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে।

টুইটারে ছোটবেলায় বাবার সাথে তোলা ছবি, প্রতিবছর পাওয়া ফুল আর চিঠির ছবি পোষ্ট করে বেইলি লিখেছেন বাবাকে কতটা মিস করেন তিনি।

এ পর্যন্ত আড়াই লাখের বেশি রিটুইট করা হয়েছে বেইলির সেই পোষ্টটি।

আর আবেগঘন টুইটটি লাইক করেছেন এগারো লাখ মানুষ। বিবিসি