Friday, March 29, 2024
রাজ্য​

‘মধ্যযুগীয় বর্বরতা’, বিজেপিতে যোগদানের প্রায়শ্চিত্ত করতে শহরের রাস্তায় দণ্ডি কেটে তৃণমূলে ফিরলেন ৪ আদিবাসী মহিলা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদিবাসীদের মহিলারা শহরের রাস্তায় দন্ডি কাটছেন। এই ঘটনায় তোলপাড় রাজ্য–রাজনীতি। জানা গেছে, বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছিলেন ওই আদিবাসী মহিলা তৃণমূল কর্মীরা। শুক্রবার তৃণমূলে ফেরার পর তাঁদের প্রায়শ্চিত্ত করতে হয়েছে। সন্ধ্যায় আদিবাসী ওই ৪ মহিলা কর্মীকে দণ্ডি কাটতে হয়েছে বালুরঘাট শহরের রাস্তায়।

বালুরঘাট কোর্ট মোড়ের বিজেপি অফিসের সামনে থেকে কাঁঠালপাড়ায় তৃণমূল জেলা কার্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দণ্ডি কাটেন ওই ৪ আদিবাসী মহিলা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, আদিবাসী মহিলাদের সঙ্গে এমন মধ্যযুগীয় বর্বরতা করেছে তৃণমূল।


বিজেপির মহিলা মোর্চার জেলা সভাপতি ষষ্ঠী ভট্টাচার্য বসাক জানান, ওই মহিলাদের ভয় দেখিয়ে তৃণমূলে ফিরিয়ে আনা হয়েছে।

দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী জানান, রাজনৈতিক চাপে পড়ে ২০০ জনের মধ্যে ৪ জন তৃণমূলে ফিরে এসেছেন। তবে যেভাবে মহিলাদের রাস্তায় নাক খত দিয়ে তৃণমূলের জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে তা মহিলাদের ক্ষেত্রে অপমানজনক। বিষয়টা নিয়ে মহিলা কমিশনের দ্বারস্থ হবো।

এদিকে, তৃণমূল দাবি করেছে, ওই মহিলারা নিজেদেরই সাথে রাস্তায় দন্ডি কেটেছেন।