Thursday, April 25, 2024
দেশ

বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের প্রথম সারির প্রাক্তন নেতা সিআর কেশবন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মূল্যবোধ হারিয়েছে কংগ্রেস। দলের ভাবনার সঙ্গে আমার ভাবনা মিলছে না। এমনই অভিযোগ তুলে চলতি বছরের ফেব্রুয়ারিতে কংগ্রেস ছেড়েছিলেন স্বাধীনতা সংগ্রামী তথা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারীর নাতি সিআর কেশবন (CR Kesavan)। শনিবার বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের প্রথম সারির প্রাক্তন নেতা সিআর কেশবন।

তামিলনাড়ুর নেতা সিআর কেশবন ২০০১ সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। যুব কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। রাজীব গান্ধী ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ছিলেন। তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটির ফাউন্ডেশনের সঙ্গেও যুক্ত ছিলেন দীর্ঘদিন।

তিনি জানান, বিদেশ থেকে ভারতে এসেছিলাম দেশসেবার উদ্দেশ্যেই। কিন্তু ২২ বছর কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার পর দলের নীতিপঙ্গুত্ব মানতে পারছেন না তিনি। তাই কংগ্রেস ছাড়লেন তিনি।’