Thursday, March 28, 2024
রাজ্য​

রাজ্যের নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে শপথ নিলেন রাজ্য পুলিশের প্রাক্তন মহা নির্দেশক বীরেন্দ্র

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোমবার রাজ্যের নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে আজ শপথ নিলেন রাজ্য পুলিশের প্রাক্তন মহা নির্দেশক বীরেন্দ্র (Virendra)। রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথ বাক্য পাঠ করান। আগামী ৩ বছরের জন্য রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসেবে বহাল থাকবেন তিনি!

গত ১৫ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে বীরেন্দ্রর (Virendra) নাম চূড়ান্ত করেন। প্রথা অনুযায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি বৈঠকে ছিলেন না। মুখ্যমন্ত্রী এবং পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বীরেন্দ্রর নাম চূড়ান্ত হয়ে যায়। তারপরে তা রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়।

রাজ্যপাল সেই ফাইলটিকে অনুমোদন দেন। ৬ মাসের বেশি সময় ধরে রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের পদ খালি পড়ে ছিল। এবার সেখানে প্রাক্তন ডিজি বীরেন্দ্রকে নিয়োগ করা হল।