Saturday, April 27, 2024
দেশ

জুতোর বিদেশি মুদ্রা পাচার, কলকাতা বিমানবন্দরে গ্রেফতার দুই যুবক

কলকাতা: কলকাতা বিমানবন্দর থেকে বুধবার সকালে ব্যাংককগামী দুই যাত্রীকে আটক করে উদ্ধার হল প্রচুর বিদেশি মুদ্রা। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে।

শুল্ক দপ্তর সূত্রে জানা গেছে, ব্যাংককের বিমান ধরার অপেক্ষায় ছিল দুই যুবক। বশিষ্ট কুমার ও অনুপ শ্রীনেত নামে ওই দুই যাত্রী উত্তরপ্রদেশের বাসিন্দা। বিমানবন্দরে যখন তারা হাঁটছিল, তখন হাঁটার ধরন দেখেই সন্দেহ হয় নিরাপত্তাকর্মীদের। তাদের হাঁটার অস্বাভাবিকতা নজরে পড়ে গোয়েন্দাদেরও। দুই যুবকের জুতোর শোলের তলায় আটকানো ছিল বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা। তল্লাশি চালিয়েই উদ্ধার হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫০০ ইউরো। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১ কোটি ৭২ লাখ টাকা।

কেন তারা ইউরো লুকিয়ে নিয়ে যাচ্ছিল, ব্যাংকক থেকে তা কোথায় পাচার হচ্ছিল, তা নিয়েই চলছে জিজ্ঞাসাবাদ। তবে এর নেপথ্যে বড়সড় পাচারচক্র সক্রিয় আছে বলেই মনে করা হচ্ছে। দুই উত্তরপ্রদেশের যুবক ভাড়াটিয়া পাচারকারীর মতোই কাজ করেছে। তাদের সূত্র ধরেই পারাচক্রের মূলে পৌঁছানোর চেষ্টা করছেন গোয়েন্দারা।