কারখানায় আগুন লাগার ঘটনায় প্রভাব পড়বে না কোভিশিল্ডের উৎপাদনে: সেরাম ইনস্টিটিউট
পুণে: পুণের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটনা ঘটেছে। সেরামের তরফে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে অনেকটা দূরেই করোনার টিকা তৈরি এবং মজুত রাখা হয়। তাই কোভিশিল্ডের ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা নেই।বলে রাখি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রোজেনেকার যৌথভাবে তৈরি করেছে করোনার টিকা কোভিশিল্ড।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর দুটো ৫০ মিনিট নাগাদ সেরামের মঞ্জরীর কারখানার পঞ্চম তলায় আগুন লাগে। কালো ধোঁয়া উড়তে থাকে। ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
খবর পেয়ে ঘটনস্থলে পৌঁছয় দমকলের ১০ টি ইঞ্জিন এবং দুটি ট্যাঙ্কার। পুণের পুরনিগমের মুখ্য দমকল আধিকারিক প্রশান্ত রণপিসে জানিয়েছেন, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলে আগুন ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত শনিবার থেকে দেশে টিকাকরণ কর্মসূচি চলছে। কারখানায় মজুত থাকা কোভিশিল্ডের ক্ষতি হয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে সেরামের কার্যনির্বাহী অধিকর্তা সুরেশ যাদব জানিয়েছেন, যেখানে আগুন লেগেছে, সেখানে টিবির বিসিজি টিকা উৎপাদন সংক্রান্ত কাজ চলছিল। অগ্নিকাণ্ডের জায়গা থেকে বেশ অনেকটা দূরে কোভিশিল্ড তৈরি এবং মজুত রাখা হয়।


