Monday, November 17, 2025
দেশ

রাম মন্দির নির্মাণে ১ কোটি টাকা অনুদান দিলেন গৌতম গম্ভীর

নয়াদিল্লি: অযোধ্যার রাম মন্দির (Ram Temple) নির্মাণের জন্য ১ কোটি টাকা অনুদান দিলেন বিজেপি সাংসদ তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। পাশাপাশি, গোটা দেশবাসীর স্বপ্ন অযোধ্যার রাম মন্দিরের জন্য সকলকে অনুদান দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ক্রিকেট থেকে অবসরের পর ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন তিনি। ভোটে জিতে পূর্ব দিল্লি থেকে সাংসদ হয়েছেন তিনি। গৌতম গম্ভীর জানিয়েছেন, গোটা দেশবাসীর স্বপ্ন ছিল রাম মন্দির। শেষ পর্যন্ত রাম মন্দির তৈরি হচ্ছে। গৌরবময় রাম মন্দির দেশের একতা ও প্রশান্তিকে আরও মজবুত করবে। আমি ও আমার পরিবারের তরফ থেকে এই সামান্য অনুদান দিলাম।

কুপনের মাধ্যমে অনুদান নেওয়া হচ্ছে। ১০, ১০০ এবং ১০০০ টাকার কুপন করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে অনুদান নেওয়া হচ্ছে। দেশের প্রায় ১৩ কোটি পরিবারের কাছে অনুদান নিতে পৌঁছে যাওয়া হবে। বিজেপি কর্মীরা ছাড়াও আরএসএস, ভিএইচপি এবং আরও অনেক দলীয় কর্মী অনুদান সংগ্রহের কাজ করছেন।

রাম মন্দিরের জন্যে অর্থ সংগ্রহ অভিযানে সবার প্রথমেই অনুদান দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind)। তিনি ৫ লাখ ১০০ টাকা অনুদান দিয়েছেন৷ এই কর্মসূচি শুরু হওয়ার তিন দিনেই ১০০ কোটি টাকা অনুদান সংগ্রহ করেছে রাম মন্দির ট্রাস্ট।