ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে ‘নেতাজি মেমোরিয়াল’ রাখতে পারেন মোদী
কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি। তাঁকে শ্রদ্ধা জানাতে ২৩ জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। ঐতিহাসিক ১২৩১১/১২৩১২ হাওড়া-কালকা মেলের নাম বদলে নেতাজি এক্সপ্রেস করা হয়েছে। এবার সূত্রের খবর, কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়লের নাম বদলে হতে পারে নেতাজি মেমোরিয়াল। কেন্দ্রীয় সরকার নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি কমিটি গঠন করেছে। সেই কমিটি এই নাম বদলের প্রস্তাব দিয়েছে বলে জানা গিয়েছে।
নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২৩ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। ওই দিন শহরে দুটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তার মধ্যে একটি হল কলকাতা জাতীয় গ্রন্থাগারে, অন্যটি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। সূত্রের খবর, ওদিনই ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের বিষয়ে ঘোষণা করতে পারেন নরেন্দ্র মোদী। বাংলার বিধানসভা ভোটের আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
তবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের দাবি এই নতুন নয়। কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে রাখার সময়ই ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে রানি লক্ষ্মীবাঈ রাখার দাবি তুলেছিলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। কিন্তু নেতাজি বাঙালির আবেগ। তাই বিধানসভা ভোটের আগে এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের তোড়জোড় শুরু করল মোদী সরকার।
উল্লেখ্য, এবছরই ১০০ বছরে পা দিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর এই বছরই নামবদল করা হতে পারে ব্রিটিশ আমলে তৈরি আগাগোড়া শ্বেত পাথরের তৈরি ইংল্যান্ডেশ্বরী মহারানি ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধের।


