Saturday, July 27, 2024
বলিউড

হিন্দুত্ববাদকে তালিবান সন্ত্রাসের সঙ্গে তুলনা, স্বরা ভাস্করের বিরুদ্ধে FIR দায়ের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে জঙ্গিগোষ্ঠী তালিবান আতঙ্কে গোটা বিশ্ব। সকলেই ক্ষোভ উগরে দিচ্ছেন তালিবানের ওপর। তালিবানের ভয়ে ইতিমধ্যেই আফগানিস্তান ছাড়ছেন সেদেশের মানুষ। বিভিন্ন সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তালিবানের নৃশংসতা দেখতে পাচ্ছে বিশ্ববাসী। এবার তালিবান প্রসঙ্গে মুখ খুলে হিন্দুত্ববাদকে তীব্র আক্রমণ করলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

স্বরা টুইটে লিখেছেন, ‘হিন্দুত্ববাদী সন্ত্রাস নিয়ে আমরা আওয়াজ তুলি না। কিন্তু তালিবানি সন্ত্রাস দেখলে আমরা হতবাক হই, আবার ভেঙেও পড়ি। তালিবানি সন্ত্রাস দেখলে আমরা মাথা ঠান্ডা রাখতে পারি না, তবে হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় আমরা না দেখার ভান করে থাকি! আমাদের মানবিকতা কিংবা মূল্যবোধ কখনও কোনও নিপীড়ক, নিপীড়িতের পরিচয়ের ভিত্তিতে গর্জে উঠতে পারে না।’

অভিনেত্রীর এই মন্তব্যের পর বিতর্ক চরমে ওঠে। নেটিজেনরা চড়াও তার ওপর। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে স্বরার নামে লালবাজার থানায় FIR দায়ের করেছেন রাজ চৌধুরি নামে কলকাতার এক যুবক। লিখিত অভিযোগের প্রতিলিপি পুলিশ কমিশনারের কাছেও পাঠানো হয়েছে।

অভিযোগপত্রে রাজ লিখেছেন, ‘হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন স্বরা ভাস্কর। ইচ্ছাকৃতভাবে হিন্দু ও মুসলিমদের মধ্যে  বিভেদ সৃষ্টি করতে চাইছেন তিনি। হিন্দুত্ববাদীদের সন্ত্রাসবাদী বলে অপমান করেছেন। অন্যদিকে, তালিবানি সন্ত্রাসের প্রশংসা করেছেন তিনি। এই ধরনের মন্তব্য সমাজে বিরূপ প্রভাব ফেলে। একজন ভারতীয় এবং হিন্দু হিসেবে আমি স্বরার মন্তব্য আমাকে আঘাত করেছে।  তাই আমি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছি।’