আফগানিস্তানের মতো পরিস্থিতি হতে পারে বাংলাদেশ, কলকাতার: জয়া আহসান
ঢাকা: দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানে তালিবান ফের ক্ষমতা দখল করেছে। তালিবান-রাজের দ্বিতীয় অধ্যায় শুরু হওয়ার পরে আফগান নাগরিকরা ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন। খোদ দেশটির প্রেসিডেন্টও প্রাণ বাচাঁতে দেশ ছেড়ে পালিয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহি জানিয়েছে, ‘মানবতার’ কারণে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং তাঁর পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে।
আফগানিস্তান ত্যাগ করতে হাজার হাজার মানুষ কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছেন। ফ্লাইট ধরতে চরম বিশৃঙ্খলা ছবি সামনে আসে। বিমান থেকে পড়ে গিয়ে ইতিমধ্যেই ২ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আফগানিস্তানের টোলো নিউজ জানিয়েছেন, পদপিষ্ট ও মার্কিন সেনার গুলিতে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।
এবার আফগানিস্তানের বিভীষিকাময় পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বাংলাদেশ- ভারতের অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আফগানিস্তানের ছবি যত দেখছি, আমার ভিতরটা ততই দুমড়েমুচড়ে যাচ্ছে।
অভিনেত্রীর অভিযোগ, পুরুষতান্ত্রিক সমাজে আঙুল সব সময়ই ওঠে মেয়েদের দিকে। ঠিক কম্পাসের কাঁটার মতো তা ঘুরে যায় নারীজাতির দিকে। সারা করিমি বহির্বিশ্বের মানুষের কাছে আফগানিস্তানকে সাহায্যের আবেদন জানিয়েছেন। জয়া আহসান বলেন, আমি মন থেকে সারা করিমির সেই প্রস্তাবে সায় দিচ্ছি। তাঁর সঙ্গে আছি। দূর থেকে কতটা কী করতে পারব জানি না, আমার পক্ষে যদি কিছু করার সুযোগ আসে, নিশ্চয়ই করব।
অভিনেত্রী বলেন, বাংলাদেশ হোক, ভারত হোক বা বহির্বিশ্বের যে কোনও দেশেই মেয়েদের উপরে অত্যাচার হলে আমাদের সরব হতে হবে। দেশটা আমাদের থেকে দূরে ভেবে বসে থাকলে চলবে না। এরপরে আশঙ্কা প্রকাশ করে জয়া আহসান বলেন, বর্তমানে আফগানিস্তানের যেটা হচ্ছে হচ্ছে, ভবিষ্যতে তা আমার দেশে বা কলকাতায়ও হতে পারে।


