Saturday, April 20, 2024
আন্তর্জাতিক

‘যতটা সম্ভব মুসলিম হত্যা করতে চেয়েছি’

লন্ডনে মসজিদের কাছে মানুষের ওপর ভ্যান চালিয়ে দেয়ার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি আদালতে বলেছেন, তিনি যত বেশি সংখ্যায় সম্ভব মুসলমানদের হত্যা করতে চেয়েছিলেন।

ড্যারেন অসবোর্নের বিরুদ্ধে অভিযোগ, উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকায় মসজিদে কাছে তিনি মুসল্লিদের ওপর ভ্যান উঠিয়ে দেন। এতে মাকরাম আলী নামের এক ব্যক্তি নিহত হন এবং আহত হন আরও নয় জন। ঘটনাটি ঘটে গত বছর।

আদালতের কাঠগড়ায় দাড়িয়ে ড্যারেন অসবোর্ন জানান, সন্ত্রাসবাদের ঘটনা বেড়ে যাওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন। তাই মুসলিমদের লক্ষ্য করে এ হামলা চালান। তার বিরুদ্ধে খুন এবং খুনের চেষ্টা অভিযোগ আনা হয়েছে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

আদালতে বাদী পক্ষ অভিযোগ করেন, গত ১৯ জুন অসবোর্ন ভ্যান চালিয়ে লুটন থেকে লন্ডনে আসেন এবং রাত ১২ টার দিকে ঐ হামলা চালান। তারাবির নামাজের জন্য ঐ সময়ে জায়গাটি মুসল্লিতে পরিপূর্ণ ছিল। অসবোর্নের বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। পুলিশ তার ভ্যান থেকে একটি চিরকুট উদ্ধার করে, যাতে মুসলিমদের বিরুদ্ধে নানা ধরনের গালাগাল করা হয়েছে।