Friday, March 29, 2024
দেশ

সম্মতি ছাড়া কোনো নারীকে স্পর্শ করা অপরাধ

নয়াদিল্লি: সম্মতি ছাড়া কোনোভাবেই কোনও নারীকে স্পর্শ করা যাবে না, সে যেই হোক না কেন। লোভী এবং বিকৃতকাম পুরুষরা যেভাবে নারীদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে তা খুবই দুর্ভাগ্যজনক। ২০১৪ সালের এক মামলায় রায় দিতে এই মন্তব্য করেন দিল্লির অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সীমা মাইনি।

উত্তর দিল্লির মুখার্জি নগরে ২০১৪ সালে ভিড়ে ঠাসা বাজারের মধ্যে এক নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা করে রাম নামে এক ব্যক্তি। মায়ের সঙ্গে থাকা মেয়েটি সঙ্গে সঙ্গেই চেঁচিয়ে ওঠায় সেখান থেকে পালানোর চেষ্টা করে রাম। কিন্তু আশেপাশের লোকজন তাকে ধরে ফেলে। রামকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৬০,০০০ টাকা জরিমানা ধার্য করেছে আদালত। এই মামলার রায় দিতে গিয়েই নারীদের শরীরের প্রতি নিজেদের অধিকার যে পদে পদে লঙ্ঘিত হচ্ছে, সে বিষয়ে দুঃখপ্রকাশ করে আদালত।

আদালত জানিয়েছে, একটি মেয়ে, সে নাবালিকা হোক বা সাবালিকা, তাঁর শরীরের প্রতি একমাত্র অধিকার রয়েছে তাঁর। কোনও পরিস্থিতিতেই মেয়েটির অসম্মতিতে তার শরীর কেউ স্পর্শ করতে পারে না। ভারতের মতো মুক্ত চিন্তাধারার একটি দ্রুত উন্নয়নশীল দেশে আজও যে নারীদের ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হয়, তা নিয়ে দুঃখ প্রকাশ করেন বিচারক সীমা মাইনি।