Monday, November 17, 2025
জীবনযাপন

প্রজাতন্ত্র দিবসে আসছে ভারতীয় অ্যাকশন গেম ‘ফৌজি’

মুম্বাই: গালওয়ান সংঘর্ষের ঘটনার পাবজি-সহ একাধিক চিনা অ্যাপস নিষিদ্ধ করেছে ভারত সরকার। পাবজি কবে ফিরবে তা নিয়ে চিন্তায় রয়েছ গেম প্রেমীরা। তবে এসবের মধ্যেই সুখবর। ২০২১ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসেই আসেছে অ্যাকশন গেম FAU-G। ভারতীয় গেম ফৌজির পূর্ণাঙ্গ নাম Fearless And United: Guards।

ভারতীয় সংস্থা গোন্ডাল আরও দু’জন এনকো গেমসের সহ-প্রতিষ্ঠাতা দয়ানাদী এমজি এবং গনেশ হেগদে এই গেমের কাজ করছেন। এনকোর কর্তা বিশাল গান্ধী বলেছেন, ফৌজি একেবারে স্বতন্ত্র একটি গেম। পাবজির ক্লোন নয়। বলে রাখি, ফৌজি গেম থেকে আয়ের ২০ শতাংশ দেওয়া হবে স্বেচ্ছাসেবী সংগঠন ভারত কি বীর ট্রাস্টকে। এই সংগঠনটি ভারতের বীর সেনানীদের শ্রদ্ধা ও তাঁদের পরিবারের জন্য কাজ করে থাকে।

অক্ষয় কুমারের ফৌজি গেমের বেশিরভাগ গেম এপিসোড শুট হয়েছে লাদাখে। বরফে ঢাকা চিন সংলগ্ন নিয়ন্ত্রণরেখায় লড়াই করছেন সেনারা। ট্রেলারে দেখা যায়, ভারতীয় সেনাকে লতে ভুল ভারতীয় ভূখন্ডে অনুপ্রবেশ করো না। গালওয়ান সংঘাতকেই সামনে তুলে আনা হয়েছে এই গেমের মাধ্যমে।

অক্ষয় টুইটে লিখেছেন, সমস্যা দেশের ভেতরে হোক কিংবা সীমান্তে, ভারতের এই বীর জওয়ানরা বুক চিতিয়ে দাঁড়ান। এঁরা আমাদের নির্ভয় এবং সংগঠিত পাহারাদার, আমাদের ফৌজি। দেশপ্রেমিক সেনাদের জায়গায় নিজেকে ভাবুন এবং সাহসিকতা, ভ্রাতৃত্ব এবং বলিদানের অভিজ্ঞতা অনুভব করুন।

ফৌজি গেমে রয়েছে মাল্টিপল প্লেয়ারে খেলার সুযোগ। এছাড়া হাতাহাতি লড়াই, ছুরির লড়াইকেও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে ফৌজি গেমে। পাশাপাশি, আধুনিক সব যুদ্ধাস্ত্র ব্যবহারের ফিচারও রয়েছে এই গেমে। তাই বলা যায়, পাবজির বিকল্প হিসেবে ভারতীয় গেমারদের মনে স্থান করে নেবে ভারতীয় এই গেমটি। ফৌজির পরতে পরতে রয়েছে দেশপ্রেম। তাই আজই প্রি-রেজিস্ট্রেশন করুন। প্রি-রেজিস্ট্রেশন লিঙ্ক- bit.ly/37hijcQ