পাকিস্তান বাদে প্রতিবেশী সব দেশকেই করোনার ভ্যাকসিন উপহার দিল ভারত
নয়াদিল্লি: প্রতিবেশী বন্ধু দেশগুলোতে বিনা পয়সায় করোনার টিকা পাঠালো ভারত। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ভ্যাকসিন মৈত্রী’। বুধবারই ভুটান, মালদ্বীপে কয়েক লাখ ডোজ করোনার ভ্যাকসিন কোভিশিল্ড পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ, নেপাল, মায়ানমার ও সেশেলসে টিকা ‘উপহার’ পাঠানো হয়েছে। ঢাকায় ইতিমধ্যেই সেই কনসাইনমেন্ট পৌঁছে গিয়েছে।
তবে পাকিস্তান ছাড়া প্রতিবেশী সব দেশকেই করোনার ভ্যাকসিন উপহার দিয়েছে ভারত। এ বিষয়ে সিনিয়র এক কূটনৈতিক বিশ্লেষক বলেছেন, পাকিস্তানকে বাদ দেওয়া হয়েছে, কারণ গত প্রায় দু’বছর ভারতের সঙ্গে সরকারি স্তরে পাকিস্তানের প্রায় কোনও সম্পর্কই নেই।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মরিশাস থেকে এখনও প্রয়োজনীয় ছাড়পত্র মেলেনি। ছাড়পত্র পেলেই এই তিন দেশেও ছাড়পত্র টিকা উপহার পাঠানো হবে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, করোনা বন্ধু দেশগুলোর সঙ্গে সহযোগিতার আরও দিগন্ত খুলে দিয়েছে, আর ‘নেইবারহুড ফার্স্ট’ নীতির অংশ হিসেবে ভারত প্রতিবেশীদেরই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছে।
এ প্রসঙ্গে ভারতে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ব্যারি ও’ফ্যারেল বলেন, বিশ্বের বহু দেশ করোনার টিকা আবিষ্কারের চেষ্টা করছে, তবে দুনিয়ার সব দেশের কোটি কোটি মানুষের টিকার প্রয়োজন মেটানোর মতো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বা উৎপাদন ক্ষমতা আছে একটি দেশেরই, সেটি হল ভারত।
উল্লেখ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে উদ্ভাবিত টিকার নাম কোভিশিল্ড। যেটির ম্যানুফ্যাকচারিং করছে পুণের ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)।


