নয়া ইতিহাস গড়া কমলা হ্যারিসকে অভিনন্দন জানালেন মোদী
নয়াদিল্লি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট (US Vice President) পদে শপথ নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস (Kamala Harris)। আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমায়োর কমলা হ্যারিসকে শপথবাক্য পাঠ করান। কমলার পরে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৭৮ বছরের জো বাইডেন (Joe Biden)। প্রথা অনুযায়ী আমেরিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ক্যাপিটল হিলের ওয়েস্ট ফ্রন্টের সামনে শপথবাক্য পাঠ করান মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে।
কমলা হ্যারিস শপথ নেওয়ার পরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। টুইটে নমো বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার জন্যে কমলা হ্যারিসকে অভিনন্দন জানাই। এটি ঐতিহাসিক। ভারত-আমেরিকা সম্পর্ক আরও মজবুত করতে একসাথে কাজ করতে হবে। ভারত-আমেরিকা বন্ধুত্ব গোটা বিশ্বের জন্য মঙ্গলদায়ক।
ভারতীয় বংশোদ্ভূত কমলার এই সাফল্য ভারত তথা গোটা দক্ষিণ এশিয়ার কাছে একটি অনুপ্রেরণামূলক ঘটনা। আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়লেন কমলা। কমলা র মা চেন্নাই থেকে আমেরিকায় পাড়ি দেন। এদিন শপথ গ্রহণের অনুষ্ঠানে কমলার মুখে তাঁর মায়ের কথা শোনা যায়। কমলা বলেন, তাঁর মা তাঁকে শিখিয়েছিলেন অপরের সেবাতেই জীবনের মানে খুঁজে পাওয়া যায়। পাওয়া যায় জীবনের প্রাসঙ্গিকতা।
জো বাইডেন শপথ নেওয়ার পরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে নমো লিখেছেন, ভারত-মার্কিন বোঝাপড়া সমমূল্যের উপর দাঁড়িয়ে রয়েছে। আমাদের দ্বিপাক্ষিক বোঝাপড়া, আর্থিক বোঝাপড়া এবং প্রাণবন্ত আছে। প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। ভারত-মার্কিন সম্পর্ককে নয়া উচ্চতায় নিয়ে যেতে হবে।


