Monday, November 17, 2025
Latestরাজ্য​

দুর্গাপুর গণধর্ষণকান্ডে গ্রেফতার নির্যাতিতার বন্ধু ওয়াসেফ আলি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নতুন মোড়। এবার গ্রেফতার হলেন নির্যাতিতারই সহপাঠী। ধৃতের নাম ওয়াসেফ আলি, তিনি মালদার বাসিন্দা। তদন্তে ক্রমশই স্পষ্ট হচ্ছে, ঘটনাটিতে তার ভূমিকা ছিল সন্দেহজনক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই ওয়াসেফের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। তিনি ঘটনার দিন কীভাবে, কোথায় ছিলেন—তা নিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়ে তদন্তকারীদের নজরে। সেই সূত্রেই তাঁকে নজরদারিতে রাখা হয়।

এরপর নির্যাতিতা তরুণীর গোপন জবানবন্দি (Statement under Section 164) রেকর্ড করা হয়। সেই জবানবন্দিতে উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা সরাসরি সহপাঠীর বিরুদ্ধে যায়।

ম্যাজিস্ট্রেটের সামনে নির্যাতিতা জবানবন্দিতে বলেছেন, সহপাঠী ”তার উপর জোর করার চেষ্টাও করেছিলেন।” মানিকন্ট্রোল 

পুলিশের দাবি, ওই তথ্যের ভিত্তিতেই ওয়াসেফকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। অবশেষে তাকে গ্রেফতার করা হয়।

এই ঘটনার আগেই দুর্গাপুর গণধর্ষণ মামলায় ৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার গ্রেফতার হলেন ষষ্ঠ অভিযুক্ত—যিনি নির্যাতিতারই সহপাঠী হিসেবে পরিচিত ছিলেন।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, সহপাঠীর ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই ওয়াসেফের গ্রেফতারের খবর আসে।

সূত্রের দাবি, এই গ্রেফতারের পর ঘটনাটির পটভূমি আরও স্পষ্ট হবে বলে আশা করছে পুলিশ। ধৃতকে আগামীকাল দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে।