চোর বললে ভয় পাবেন না, বুক চিতিয়ে তৃণমূল করুন: মমতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি, গরু পাচার মামলায় তৃণমূলের অনেক নেতা-মন্ত্রী এই মুহূর্তে জেলে রয়েছেন। একের পর এক নাম সামনে আসছে। এই পরিস্থিতিতে জুটছে ‘চাকরি চোর’, ‘গরু চোর’ তকমা। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দেখলেই মানুষ চোর চোর স্লোগান দিচ্ছে। যা নিয়ে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘চোর বললে ভয় পাবেন না। বুক চিতিয়ে তৃণমূল করুন।

শুক্রবার কালীঘাটে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই এই বার্তা দেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দুর্নীতি তদন্ত নিয়ে আদালতে বিচার চলছে। আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করি না। সিপিএম, কংগ্রেস, বিজেপি একজোট হয়ে অপপ্রচার করছে। ওরা হাত মিলিয়েছে। কিন্তু কোনও চিন্তা করবেন না। আপনারাও হাতে হাত মিলিয়ে কাজ করুন।’

সূত্রের খবর, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে চাইছে তৃণমূল। কিন্তু প্রশ্ন উঠছে গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলকে তাহলে কেন বহিষ্কার করা হচ্ছে না।

এদিকে, তৃণমূলের শুক্রবারের বৈঠককে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘চোরদের গেট টুগেদার।’