বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৮.৭৮ লাখ কোটি টাকা
নয়াদিল্লি: প্রতিরক্ষা খাতে দেশকে আরও শক্তিশালী করে তুলতে এবারের বাজেটে কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে ৪,৭৮,১৯৫,৬২ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রের মোদী সরকার। গত বাজেটে এই খাতে বরাদ্দ করা হয়েছিল ৪.৭১ লাখ কোটি টাকা। প্রতিরক্ষা খাতে বরাদ্দের মধ্যে রয়েছে অস্ত্র ও সরঞ্জাম কেনার জন্য ১.৩৫ লাখ কোটি টাকা। গত বাজেটে যা ছিল ১.১৩ লাখ কোটি টাকা। এই খাতে গত বারের তুলনায় বরাদ্দ ১৯ শতাংশ বাড়ানো হয়েছে।
লাদাখে চিনের সঙ্গে সীমান্ত সংঘর্ষের আবহে এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। এবারের বাজেটে বরাদ্দের মধ্যে ২.১২ লাখ কোটি টাকা ধরা হয়েছে রাজস্ব খাতে এবং ১.১৫ লাখ কোটি টাকা ধরা হয়েছে প্রতিরক্ষা কর্মীদের পেনশন খাতে খরচের জন্যে। গত বছর পেনশন খাতে বরাদ্দ হয়েছিল ১.৩৩ লাখ কোটি টাকা।
এই বাজেট ঘোষণার পর কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমনমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ধন্যবাদ জানাই প্রতিরক্ষাখাতে ৪.৭৮ লাখ কোটি টাকা বরাদ্দ করার জন্য। গত ১৫ বছরে এটাই সবথেকে বেশি প্রতিরক্ষাখাতে বরাদ্দ।
এক নজরে বিগত কয়েক বছরে প্রতিরক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি-
সাল বরাদ্দ
২০১৪ ২.২৯ লাখ কোটি টাকা
২০১৫ ২.৪৭ লাখ কোটি টাকা
২০১৬ ৩.৪১ লাখ কোটি টাকা
২০১৭ ৩.৬ লাখ কোটি টাকা
২০১৮ ৪.০৪ লাখ কোটি টাকা
২০১৯ ৪.৩১ লাখ কোটি টাকা
২০২০ ৪.৭১ লাখ কোটি টাকা
২০২১ ৪.৭৮ লাখ কোটি টাকা


