Saturday, July 27, 2024
দেশ

ত্রিপুরায় গ্রেফতার জেএমবি জঙ্গি

আগরতলা: বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের (JMB) এক সদস্যকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। ধৃতের নাম নাজির শেখ(২৫)। তার বাড়ি মুর্শিদাবাদে। জানিয়েছেন ত্রিপুরা পুলিশের ডিজি একে শুক্লা। ধৃত ব্যক্তি বিস্ফোরক তৈরির ট্রেনিং নিয়েছিল বলেও জানা গিয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে পাকড়াও করে। মঙ্গলবার সন্ধ্যার পর তাকে গ্রেফতার করা হয়। ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক (DG) এ কে শুক্লা জানিয়েছেন, জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ভারতের অনেকের সঙ্গে নাজির শেখের যোগাযোগ রয়েছে। বিষয়টি এনআইএ-র নজরে আনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এ কে শুক্লা আরও জানান, ২০১৮-র ১৯ জানুয়ারি বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা যখন বৌদ্ধগয়ায় যান তখন তিনটি আইইডি উদ্ধার করা হয়েছিল। বিস্ফোরকগুলি এই সংগঠনের সদস্যরা রেখেছিল।

গোয়েন্দা সূত্র ধরেই পশ্চিম ত্রিপুরা থেকে নাজির শেখকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এ কে শুক্লা। পুলিশ নাজির শেখকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।