Thursday, April 24, 2025
দেশ

“NOT to target civilian areas” পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের

নয়াদিল্লি: ফের পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত। পাকিস্তানকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল, জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষের উপর হামলার ফল ভালো হবে না।

বুধবার বিকালে সংবাদসংস্থা ANI ভারতীয় সেনাবাহিনীকে উদ্ধৃত করে কয়েকটি টুইট করে। সেখানেই সামনে এসেছে সেনার তরফে দেওয়া হয় এই কড়া বার্তা।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে জইশের ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার হামলার পর থেকেই ভারতীয় সেনা ছাউনির পাশাপাশি সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকে বারবার টার্গেট করছে পাকিস্তান সেনা। পাকসেনার ভারী গোলাবর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সীমান্ত সংলগ্ন এলাকায়।