Saturday, July 27, 2024
রাজ্য​

দাড়িভিটকাণ্ডে সিবিআই তদন্তের আশ্বাস মোদীর

ইসলামপুর: দাড়িভিটকাণ্ডে সিবিআই তদন্তের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একথা জানালেন নিহত রাজেশ সরকারের বাবা নীলকমল সরকার। তিনি বলেন, শুক্রবার ময়নাগুড়ির সভামঞ্চে ওঠার আগে আমাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। দাড়িভিট নিয়ে আমরা সিবিআই তদন্তর দাবি করেছি। তিনি আশ্বাস দিয়েছেন।

ময়নাগুড়ির সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে সেখানে যান দাড়িভিটে নিহত রাজেশ সরকার ও তাপস বর্মণের মা-বাবাসহ পরিবারের সদস্যরা। নীলকমলবাবু জানান, প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে নামার পর বিজেপির কয়েকজন নেতা তাঁর সঙ্গে দেখা করিয়ে দেন। সেখানেই তাঁরা তাঁদের দাবি জানান।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর দাড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে সেখানে ছাত্র আন্দোলন হয়। ওই অন্দোলনে গুলিতে দুই ছাত্র নিহত হয়। ঘটনার সিবিআই তদন্তের দাবিতে নিতহদের পরিবার বিজেপির হাত ধরে জাতীয় মানবাধিকার কমিশন ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সুবিচার চেয়েছে। এদিকে রাজ্য সরকার ঘটনার তদন্তভার সিবিআইর হাতে দিয়েছে। কিন্তু এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।