Friday, April 19, 2024
দেশ

নিষেধাজ্ঞা সত্ত্বেও পুড়ল বাজি, ধোঁয়াশায় ঢাকল দিল্লি

নয়াদিল্লি: রাজধানী দিল্লিকে দীপাবলিতে দূষণ মুক্ত রাখতে শব্দবাজি ও আতসবাজি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল সুপ্রিম কোর্ট। গতবারের থেকে এবছর অনেকটাই কম ফাটানো হয়েছে তবে রাত্রের দিকে তার মাত্রা বেড়ে যায় ৷

গত বছরের দূষণের মাত্রা এতটাই বেশি ছিল যে, এবছর পয়লা নভেম্বর পর্যন্ত দিল্লি, গাজ়িয়াবাদ, গুরুগ্রাম, নয়ডাতে বাজি বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেয় শীর্ষ আদালত। হিসেব মতো গতকালও দিল্লি ও তার সংলগ্ন শহরগুলিতে বাজি না পাওয়ারই কথা ছিল। কিন্তু, শীর্ষ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেদারে ফাটানো হল বাজি। দূষণের চাদরে ঢাকল রাজধানী। ধোঁয়াশায় দমবন্ধ দিল্লিবাসীর।


জানা গেছে, দিল্লির পাঞ্জাব বাগ ও আনন্দ বিহার এলাকায় এই সূচক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়। শুক্রবার সকালে একিউআই ছিল ৯৯৯। আরকে পুরম এলাকায় এই সূচক ছিল ৯৭৮।

প্রসঙ্গত আতসবাজির ধোঁয়ায় বাতাসে PM2.5 ও PM10 পার্টিকুলেটের মাত্রা অনেকটাই বেড়ে যায়। যা আমাদের নিশ্বাসের সঙ্গে প্রবেশ করে রক্তের সঙ্গে মিশে দেহের মারাত্মক ক্ষতি করে।

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে এত বাজি ফাটানো হল তা নিয়ে প্রশ্ন উঠছে ৷