দেশের নামও বদলে দিতে পারে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: তাজমহল নিয়ে কেন্দ্রীয় সরকারের ন্যক্কারজনক ভূমিকা ও বিজেপি বিধায়কের বেফাঁস মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা সঙ্গীত সোমের মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বক্তব্য, বিজেপি ইতিহাস মুছে ফেলতে চায়। দেশের নামও পরিবর্তন করে ফেলবে। তাই আমি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।’

গতকাল সোমবার রাজ্য সচিবালয় নবান্নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী এই নিন্দা জানান।

মুখমন্ত্রী বলেন, ‘দেশে একনায়কতন্ত্র চলছে। বিভিন্ন ধর্মের মানুষ এখানে একটি পরিবারের মতো বাস করে। সেখানে আজ বিভেদের রাজনীতি করা হচ্ছে। সচেতনভাবে দেশের ঐক্য নষ্ট করা হচ্ছে। এটা এক অন্ধকারময় সময়।’ দেশের উন্নয়ন করা তো দূরের কথা, বিজেপি সরকারের নেতারা শুধু বিভেদমূলক মন্তব্য করে বিষ ছড়াচ্ছে  বলেও অভিযোগ করেন তিনি।