Saturday, July 27, 2024
রাজ্য​

পূর্ব মেদিনীপুরে ৫১টি বাঁধ ভেঙেছে, দক্ষিণ ২৪ পরগনায় ১৫টি এলাকায় জল ঢুকছে

কলকাতা: ঘূর্ণিঝড় ইয়াসের দাপট, সঙ্গে ভরা কোটাল – দুইয়ের সাঁড়াশি আক্রমণে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের একাংশ। দক্ষিণ ২৪ পরগনার ১৫টি এলাকায় জলের তোড়ে গ্রামে জল ঢুকেছে। পূর্ব মেদিনীপুরে ভেঙে গিয়েছে ৫১টি বাঁধ। ১৫ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলিতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭৫ থেকে ১১০ কিলোমিটার।ঘূর্ণিঝড়ের সঙ্গে ভরা কোটালের ফলে উপকূলবর্তী অনেক এলাকায় নদীর জল ঢুকে পড়ছে। পূর্ব মেদিনীপুরে ৭০ কিলোমিটার নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫১টি বাঁধ ভেঙেছে।

নামখানা, পাথরপ্রতিমা, গোসাবা-সহ দক্ষিণ ২৪ পরগনায় ১৫ টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জেরে অসংখ্য গ্রাম প্লাবিত হয়েছে। সাগর, শংকরপুর, তাজপুর, মন্দারমণিতেও হু হু করে জল ঢুকেছে। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু এলাকা। অন্তত ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে দিঘা থেকে দেড় লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।